Wed, Nov 15, 2017 12:00 PM
খুরশীদ শাম্মী : এক পায়ে দাঁড়িয়ে হংস
কিছু একটা যে ভাবছ তুমি
তা দিব্বি হলফ করে বলে দিতে পারি আমি।
এটা তোমার অক্ষমতা নয়
সেটা যেমন জানি,
এ যে তোমার আত্মশুদ্ধি
তাও আমি নিশ্চিত করে
বলে দিতে পারি।
কারণ এই কাজটি
কোনো এক বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে
আমি নিজেও বারবার করে থাকি।
এ যে তোমার প্রিয়কে হারানোর
বেদনার বহিঃপ্রকাশও নয়
তা বলে দেয় তোমার ঐ সূক্ষ্ম দৃষ্টি।
আমি তোমাকে আমার স্থান থেকে
পড়বার চেষ্টা করেছি মাত্র;
যদি মিলে যায়, তবে
আমার অন্তর্দৃষ্টির হবে জয়।
আর তুমি যদি কেবল
অলস দুপুরের বিপরীত বাঁকে যেতে
নিরলস দাঁড়িয়ে থাকো এক পায়ে
তখন সেটা হবে তোমার মনোবলের বিজয়।
তুমি হংস, আমি মানুষ!
আমাদের আয়তন ও আকৃতিতে
স্পষ্ট দেখা যায় শত অমিল।
তবে থাকলেও থাকতে পারে
চিন্তায় কিছু অদ্ভুত মিল।
আমি পরাজয়কে মেনে নিতে রাজী
যদি তোমার হয় জয়।
আর যদি তোমাকে দুঃখ দিয়ে থাকি?
একদিন দেখবে আমিও
ঠিক এভাবে এখানে দাঁড়িয়ে
চেষ্টা করবো আরেকবার আত্মশুদ্ধির।