Sun, Sep 17, 2017 9:39 PM
নতুনদেশ ডটকম: ডাউনটাউন নাইটমেয়ার স্বাধীন কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার ৭৫ বার্চমাউন্ট রোডের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টরন্টো টিম টাইগারকে হারিয়ে দলটি শিরোপা জিতে নেয়। বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেন কবি আসাদ চৌধুরী, রিয়েল এস্টেট ব্যবসায়ী রবিন ইসলাম প্রমূখ। কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধি ও ক্রীড়ামোদিরা টুর্নামেন্ট উপভোগ করেন।
এর আগে দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে টিম টাইগারকে হারিয়ে ডাউনটাইন নাইটমেয়ার ফাইনালে উন্নীত হয়। পরের সেমিফাইনালে ওকরিজকে হারিয়ে টিম টাইগার ফাইনালে ওঠে।
কমিউনিটির ১২ টি ক্রিকেট টিম নিয়ে গত ৯ সেপ্টেম্বর এই টূর্নামেন্ট শুরু হয়। বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রবিন ইসলাম আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
স্বাধীন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ইতিমধ্যে কমিউনিটিতে প্রশংসা কুড়িয়েছে। প্রবাসে ক্রিকেট খেলাকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি কমিউনিটিতে সৌহার্দ্যস্থাপনে এই ম্যাচ বিশেষ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।