Thu, Jan 14, 2021 12:19 AM
মুকুল বি জামান: ইদানিং কেউ দেশে গেলে আপনার মালামাল নিয়ে যাবেন বলে ফেসবুকের বিভিন্ন গ্রূপে জানান দেন। বিনিময়ে তারা কেজি প্রতি $২০ করে চাচ্ছেন। অনেকেই এই সেবা নিয়ে থাকেন।
আমিও ভেবেছি দেশে দ্রুত জরুরি কিছু পাঠানোর ভালো সুযোগ এটি। আজকে হঠাৎ একটা হিসাব করলাম। দুটি ব্যাগে ২৩ কেজি করে নেওয়ার অনুমতি আছে। অর্থাৎ মোট ৪৬ কেজি নেয়া যায়। এখন যদি হাতের ব্যাগে ৬ কেজি আর এখানে ৬ কেজি নিজের জিনিস নিয়ে বাকি ৪০ কেজি $২০ দরে মানুষের জিনিস নিয়ে যাওয়া যায় তাহলে তো পুরা $৮০০ই ক্যাশ আয়।সাথে মানুষের উপকার।
আমি গতবার ১৩২৮ ডলারে এমিরাতে টিকেট কেটেছিলাম। তার মধ্যে আমাকে দিতে হয়েছে $৬২৮ মাত্র, কারণ আমি আমার কার্ডের কিছু পয়েন্ট পেয়েছিলাম। আমি শুধু মাত্র ৩৫ কেজি মাল নিলেই পুরা টিকেট ফ্রি হয়ে যেত। আজকেই জিনিসটি মাথায় এলো। ঝামেলাহীন ! মালামাল এখানে বাসায় দিয়ে যাবে আবার বাংলাদেশে বাসা থেকে নিয়ে যাবে।
খালি খালি দেশে শ্যাম্পু আর সাবান নিয়ে ব্যাগ ভারী করা, আর টাকা খরচ করা !!!
লেখকের ফেসবুক পোষ্ট থেকে ঈষৎ পরিবর্তিত