Wed, Mar 18, 2020 10:12 AM
নতুনদেশ ডটকম: করোনা ভাইরাসের সংক্রমনের কারনে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে কানাডার প্রধান ছয়টি ব্যাংক মর্টগেজের কিস্তি পরিশোধ ৬ মাস পর্যন্ত পিছিয়ে দেয়ার সুযোগ দিচ্ছে। এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সকালে ব্যাংকগুলো এই ঘোষনা দেয়।
অন্যান্য মর্টগেজ কোম্পানিগুলোও আলাদাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তবে তারা এখনো কোনো ঘোষনা দেয়নি।
বুধবার সকালে কানাডীয়ান ব্যাকাংর্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট নেইল পারমেন্টার এক টুইট বার্তায় ব্যাংকগুলোর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,আরবিসি, টিডি, বিএমও,স্কশিয়া,সিআইবিসি এবং ন্য্যাশনাল ব্যাংক মর্টগেজ পরিশোধের কিস্তি ৬ মাস পর্যন্ত পিছিয়ে দেয়ার সুযোগ দেবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
তিনি গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাথে সরাসরি যোগযোগ করার পরামর্শ দেন।
ব্যাংকগুলোর যৌথ ঘোষনায় বলা হয়, করোনা ভাইরাসের কারনে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কিংবা অর্থনৈতিক চাপে থাকা গ্রাহকদের খেলাপি হ্ওয়া থেকে সহায়তা দিতে মর্টজগজের কিস্তি পরিশোধ ৬ মাস পর্যন্ত পিছিয়ে দেয়ার সুযোগ দেয়া হবে।তারা জানায়, প্রতিটি গ্রাহকের পরিস্থিতি পর্যালোচনা করে ‘কেইস টু কেইস’ভিত্তিতে এই সুযোগ দেয়া হবে।