Fri, Mar 13, 2020 9:37 AM
নতুনদেশ ডটকম: করোনা ভাইরাসের সংক্রমনের কারনে ক্ষতিগ্রস্থ ব্যবসা বাণিজ্যকে সহায়তা দিয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে বিশেষ প্রণোদনা দিতে প্রস্তুত রয়েছে কানাডা। কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড সরকারের এই প্রস্তুতির কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার আলবার্টার প্রিমিয়ার জেসন ক্যানির সাথে এক একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান উপপ্রধানমন্ত্রী। আলবার্টা হচ্ছে কানাডার অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম প্রাণকেন্দ্র।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমনের পর যুক্তরাজ্য দেশটির অর্থনীতিতে গতিপ্রবাহ অব্যাহত রাখতে বিশেষ আর্থিক প্রণোদনার ঘোষনা দিয়েছে।
আর্থিক প্রণোদনার আকৃতি বা ধরন সম্পর্কে কোনো মন্তব্য করেননি উপপ্রধানমন্ত্রী। তবে আলবার্টার প্রিমিয়ার জেসন ক্যানি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অন্তত ২০ বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে বলে তিনি মনে করছেন। এটি কানাডার জিডিপির মাত্র এক শতাংশ। ২০০৮ সালের সংকটের সময় কানাডা তার জিডিপির ২ শতাংশ পরিমান আর্থিক প্রণোদনার ঘোষনা দিয়েছিলেঅ বলে জেসন ক্যানি উল্লেখ করেন।
ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড জানান, কানার অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রস্তুতি সরকারের রয়েছে।
ছবি সূত্র: দ্যা কানাডীয়ান প্রেস