Thu, Mar 12, 2020 12:24 PM
নতুনদেশ ডটকম:কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘সেল্ফ আইসোলেশনে’ গিয়েছেন। তাঁর স্ত্রী ফ্লু’র উপসর্গ নিয়ে চিকিৎসকের শ্মরণাপন্ন হলে তাকে করোনাভাইরাসের টেষ্ট করা হয়। এর পরেই প্রধানমন্ত্রী নিজে সেল্ফ আইসোলেশনের সিদ্ধান্ত নেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি বুধবার রাতে লন্ডন থেকে ফেরার পর পরই ফ্লুর উপসর্গ টের পান। চিকিৎসকের শ্মরণাপন্ন হলে তারা করোনা ভাইরাসের টেষ্ট করেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন স্ত্রীর টেষ্টের ফলাফল না পা্ওয়া পর্যন্ত তিনি বাসায় অবস্থান করবেন। বৃহস্পতিবার এবং শুক্রবারের তার সব ধরনের বৈঠক এবং কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে এই সময়ে তিনি টোলফোনে এবং ভিডি ও কনফারেন্সের মাধ্যমে দৈনিন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।