Sat, Sep 15, 2018 1:42 AM
নতুনদেশ ডটকম: অটোয়ার বাংলাদেশ হাই কমিশন আগামী ২৭-২৯ সেপ্টেম্বর ক্যালগেরি ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেবে। নর্থ ইষ্ট ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রতিদিন সকাল থেকে এই সেবা দেয়া হবে বলে হাই কমিশন জানিয়েছে।
হাই কমিশন জানিয়েছে, মেশিন রিডএবল পাসপোর্ট সংক্রান্ত যাবতয়ি সেবার জন্য আগাম নাম নিবন্ধন করতে হবে। তবে অন্যান্য সেবার জন্য নাম নিবন্ধন করার বাধ্যবাধকতা নাই।
পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য ৬১৩-২৩৬০১৩৮ নম্বরে ফোন করে নাম নিবন্ধনের জন্য হাই কমিশন পরামর্শ দিয়েছে।