Fri, Oct 27, 2017 4:17 PM
ঈশাত আরা মেরুনা : অভেনে মুরগীর ঠ্যাং ঝলসাতে ঝলসাতে পোড়া গন্ধ নাকে এসে লাগে। সোয়েটার বুনতে বুনতে ঘরের হিসাবে গরমিল। আড়মোড়া ভাঙ্গে মন। সে কোন গন্ধ! নাকি ঘ্রাণ! সুঘ্রাণ?
আলপথ ধরে দৌড়ুতে দৌড়ুতে গলি-ঘুপচি খানা-খন্দ পেরিয়ে হাঁপাতে হাঁপাতে এসে থামে এক দীঘিতে। সোনালী আঁশ পচানোর তীব্রতা সাইড কেটে ডুবসাঁতার। বসে দেখার অপার মুগ্ধতা!
শাপলা কানে গুঁজে দিতে দিতে, এ ফুল এখানেই মানায়।
রৌদ্রছায়া খেলা চোখের ঝিলিকে...
এ কী ক্যামেলিয়া? আর সাঁওতাল মেয়ে বুঝি!
ঘর গেরস্থালি মন ব্যাবিলনের শূন্য উদ্যান নয়, মন ষোল। দৃশ্যমান পেঁয়াজ রসুন ফর্দ, পাঁচফোড়ন বাগাড় এর ঘ্রাণ ছাপিয়ে পরাণে যে গান বাজিছে,
সাগর টানে...
তাল শিখতে শিখতেই বে-তালে অন্য কোথাও বদলে যায় দৃশ্যপট। প্রোফাইল ছবির মতো।
অন্য কোথাও পাড় ভাঙ্গে!
হাতের তালুতে ধরে রাখা যায়না কিছুই। ডায়ানার সৌন্দর্য, প্লাথের একাকী বিষন্নতা...
শাপলা কিংবা ক্যামেলিয়া,
না চাইতেই আলো করে ফুটে থাকে...
আবার হাত খালি করে তাকেই মুক্ত করে দিতে হয়...
সাঁতরানো ভুলে যায় সে ডুব অথবা
প্রজাপতি...
পোড়া মুরগী জ্বলছে।
অথচ ভেতরটা মেলানিয়া ট্রাম্পের মতোই বরফশীতল।
ঠান্ডা চাই --- অনেক বেশি।
কিন্তু
সেকেন্ড কাপে ডাবল ডাবল আর বানানা মাফিন
সাথে
'ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার
নো আইস, প্লিজ'......